UsharAlo logo
বৃহস্পতিবার, ১৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি নেতা মওদুদ আহমদ আইসিইউতে

usharalodesk
মার্চ ১০, ২০২১ ১২:৪৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে। ০৯ মার্চ মঙ্গলবার বিকেলে আশঙ্কাজনক অবস্থায় মুওদুদ আহমদকে হাসপাতালের আইসিইউতে নেয়ার পর অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে। তিনি বলেন, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় মওদুদ আহমদকে আইসিইউতে ভর্তি করা হয়। বর্তমানে তার অবস্থা অনেকটা ভালো। শায়রুল কবির মওদুদ আহমদের সঙ্গেই আছে।
শায়রুল কবির খান বলেছেন, এখন তিনি (মওদুদ) নড়াচড়া করতে পারছে। কিন্তু আগের দিন মঙ্গলবার তার অবস্থা সংকটাপন্ন ছিল।
উন্নত চিকিৎসার জন্য গত ২ ফেব্রুয়ারি মওদুদ আহমদকে সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
মওদুদের একান্ত সহকারী মমিনুর রহমান সুজন ০৯ মার্চ মঙ্গলবার গণমাধ্যমকে বলেছেন, স্যারের ফুসফুসে গত ১২ দিন ধরে পানি জমা হচ্ছে। যার কারণে ফুসফুসে অক্সিজেন গ্রহণক্ষমতা একেবারেই কমে গেছে। পাশাপাশি উনার কিডনির জটিলতাও দেখা দিয়েছে।
অবস্থার অবনিত ঘটার কারণে চিকিৎসকরা তাঁকে দ্রুত আইসিইউতে স্থানান্তর করে। সেখানে হৃদরোগ বিশেষজ্ঞ চার্লস থোর তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন মওদুদ। মওদুদের সঙ্গে সিঙ্গাপুরে রয়েছে তার সহধর্মিনী হাসনা জসিমউদদীন মওদুদ আহমদ।
দেশবাসীর মাধ্যমে মহান আল্লাহর দরবারে পরিবার ও দলের পক্ষ থেকে দোয়া চেয়েছেন তিনি।

 

(ঊষার আলো-এম.এইচ)