UsharAlo logo
সোমবার, ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিজয়নগরে ট্রাক-ট্রলির মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

ঊষার আলো
জুলাই ২৭, ২০২২ ২:১৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ট্রাক ও ট্রলির সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। বুধবার (২৭ জুলাই) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের শশই এলাকায় এ দুর্ঘটনার ঘটে।

নিহতরা হলেন- জেলা শহরের পূর্ব মেড্ডা এলাকার মৃত সুজাত আলীর ছেলে মিজানুর রহমান (৬০) ও চাঁদপুর জেলা সদরের জাফরাবাদ এলাকার জয়নাল আবেদীনের ছেলে মহিম উদ্দিন (৩৯)।

খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দ্র বসু জানান, সকালে ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুইজন নিহত হয়েছেন। নিহতদের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহগুলো তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঊষার আলো-এসএ