পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর: চলো সবাই আলোর পথে সমাজ গড়ি এক সাথে এই প্রত্যয়কে সামনে রেখে বিদ্যানন্দকাটি ইউনিয়নে স্পন্দনশীল সমাজ গড়ার প্রত্যয়ে হাড়িয়াঘোপ, মুসলিম, হিন্দু, সম্প্রীতি সম্প্রদায় ও আঞ্চলিক বাহা’ই সমাজ-এর আয়োজনে হাড়িয়াঘোপ পূজা মন্দির প্রাঙ্গনে শুক্রবার দিনভর এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
স্থানীয় আধ্যাত্মিক পরিষদের সভাপতি ডাঃ মকবুল হোসেনের সভাপতিত্বে এবং বলাই দেবনাথের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিদ্যানন্দকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন। প্রধান আলোচক বাংলাদেশ আধ্যাত্মীক পরিষদের সাধারণ সম্পাদক ডঃ কলিস আলী। অনুষ্ঠানের উদ্বোধন করেন, কাঁঠালতলা ষড় ঋতু সাহিত্য পরিষদের সভাপতি ডাঃ কাদেরুজ্জামান।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, চুকনগর কলেজের অবসরপ্রাপ্ত সহযোগী অধ্যাপক গোপাল কৃষ্ণ সরকার, কেশবপুর হাজী মোতালেব মহিলা কলেজের সহযোগী অধ্যাপক মনছুর আলী, অধ্যাপক ইবাদুল ইসলাম, ভান্ডারখোলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক অজিয়ার রহমান, চুকনগর সানরাইজ মডেল একাডেমির অধ্যাপক মাহাবুবুর রহমান, মঙ্গলকোট সেবা সমাজ কল্যাণ সংস্থার পরিচালক এস,এম কোরবান আলী, সাবেক ইউপি সদস্য মশিয়ার রহমান প্রমূখ।
শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগীতার সাথে কবিতা আবৃতি ও গান পরিবেশন করেন, গোপাল কৃষ্ণ বিশ্বাস, মাস্টার নূরুল ইসলাম, ফরহাদ, তাসনিম রহমান এশা, সুনীতা দেবনাথ, তৃষা খাতুন, শ্রাবন্তী দেবনাথ, মুন্নি ও মরিয়ম, শাহজালাল, রিহান, বাধন, মরিয়ম প্রমূখ। চিত্রাঙ্কন প্রতিযোগীতার দ্বয়িত্বে ছিলেন শিরিনা। সম্মেলনটি গুণীজনদের মিলনমেলায় পরিনত হয়।