ঊষার আলো ডেস্ক : সবার বাড়িই বিভিন্ন ধরনের যন্ত্রে ভর্তি। আর তার বেশির ভাগই বিদ্যুৎ চালিত। এসকল যন্ত্র থেকে আচমকা যে কেউ বিদ্যুৎস্পৃষ্ট হতে পারেন। আর এমন ঘটনা যদি ঘটে, তাহলে কী করবেন? তা আগে থেকে জেনে রাখা প্রয়োজন।
কেউ বিদ্যুৎস্পৃষ্ট হলে, সে অবস্থায় তার গায়ে হাত দেবেন না। দিলে যিনি হাত দেবেন বা আক্রান্তকে বিদ্যুৎ থেকে মুক্ত করতে যাবেন তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হবেন।
কেউ বিদ্যুৎস্পৃষ্ট হলে সাথে সাথে বাড়ির মেইন সুইচটি বন্ধ করে দিতে হবে।
কাঠের কিংবা প্লাস্টিকের লাঠি দিয়ে ধাক্কা দিয়ে আক্রান্তকে বিদ্যুতের উৎস থেকে আলাদা করতে হবে। তবে কোনও ধাতব লাঠি ব্যবহার করা যাবে না।
আর যদি লাঠি না থাকে, তাহলে একেবারে শুকনো কাপড় দিয়ে ধরে তাকে বিদ্যুতের উৎস থেকে আলাদা করতে হবে।
এরপর দেখতে হবে আক্রান্ত ব্যক্তির শ্বাস চলাচল স্বাভাবিক কিনা। যদি তা না হয়, শ্বাস বন্ধ হয়ে যায়, তবে কৃত্রিমভাবে তার শ্বাস চালু করার চেষ্টা করতে হবে।
পরিসংখ্যান বলছে, তিন মিনিটের ভেতরে শ্বাস চালু করা গেলে বেশির ভাগ আক্রান্তই বেঁচে যান।
(ঊষার আলো-এফএসপি)