UsharAlo logo
রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিধিনিষেধ ধীরে ধীরে শিথিল করা হবে

usharalodesk
আগস্ট ৮, ২০২১ ৩:২৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : আগামী ১১ আগস্ট থেকে ধাপে ধাপে বিধিনিষেধ শিথিল করা হবে এমনটি জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তিনি বলেন, দেশে করোনা সংক্রমণ কমলেও এখনও মৃত্যুর হার কমেনি।

আজ (রবিবার) তিনি জানান, দোকানপাট আগামীতে আস্তে আস্তে খুলে দিতে হবে। সবাই যাতে স্বাস্থ্য বিধি মেনে চলেন, সেটা নিশ্চিত করতে হবে। তবে মাস্ক পড়ার বিষয়টি বেশী গুরুত্ব দিচ্ছি। গণটিকাদান কর্মসূচি চলছে। ১২ তারিখ পর্যন্ত চলবে। এই কর্মসূচির মাধ্যমে কর্মজীবী মানুষকে টিকা দেয়া হবে।

তিনি আরো জানান, অর্থনৈতিক বিষয়টি মাথায় রেখে সীমিত পরিসরে স্বাস্থ্য বিধি মেনে ধাপে ধাপে সবকিছুই খুলে দেয়া হবে। সেক্ষেত্রে গণপরিবহন ও অফিস আদালত সবকিছুই। আগামীকালের মধ্যে এই বিষয়গুলো পরিষ্কার হবে।

(ঊষার আলো-আরএম)