UsharAlo logo
বুধবার, ২৬শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিপদ সীমার ৩৮ সে.মি. উপরে যমুনার পানি!

pial
জুন ২০, ২০২২ ১০:০৪ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেক্স : উজান থেকে আসা পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ফলে নিম্নাঞ্চল দ্রুত প্লাবিত হওয়ায় দুর্ভোগে পড়ছেন বাসিন্দারা।

জানা গেছে যমুনা নদীর পানি সিরাজগঞ্জের ২টি পয়েন্টে বিপদ সীমার অনেক ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর মধ্যে জেলার কাজীপুর পয়েন্টে গত ১২ ঘণ্টায় যমুনার পানি বিপদ সীমার ৩৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়াও গত ১২ ঘণ্টায় যমুনা নদীর পানি সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ এলাকায় আরো ১১ সেন্টিমিটার বেড়ে বিপদ সীমার ৩৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে যেমন যমুনার নতুন চর ও নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে, তেমনি বন্যার আশঙ্কা করছে নদীপাড়ের মানুষ।

বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) পানি পরিমাপক হাসানুর রহমান। পাউবোর উপসহকারী প্রকৌশলী জাকির হোসেন বলেন, জেলার কাজীপুর পয়েন্টে গত ১২ ঘণ্টায় (১৯ জুন সন্ধ্যা ৬টা-২০ জুন সকাল ৬টা পর্যন্ত) ১০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদ সীমার ৩৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এদিকে প্রায় ২ সপ্তাহ ধরে ধারাবাহিকভাবে পানি বৃদ্ধির ফলে যমুনার চরাঞ্চলের নিচু জমিগুলো তলিয়ে যাচ্ছে। ফলে যমুনার পাশাপাশি ফুলজোড়, করতোয়া, বড়াল, ইছামতিসহ চলনবিলের নিম্নাঞ্চল ও চরাঞ্চল প্লাবিত হতে শুরু করেছে। এর মধ্যেই বিস্তীর্ণ ফসলি জমি প্লাবিত হওয়ায় কাঁচা পাট, তিল, কাউন, বাদাম, শাকসবজিসহ নানা ধরনের উঠতি ফসল নষ্ট হচ্ছে। এতে আর্থিক ক্ষয়-ক্ষতির মুখে পড়ছেন কৃষকরা।

(ঊষার আলো-এসএইস)