UsharAlo logo
বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিপুল পরিমাণ পাসপোর্ট ও  এনআইডিসহ যুবক আটক

usharalodesk
জুলাই ৩০, ২০২১ ১০:৪৮ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : কক্সবাজারের ঈদগাঁও থেকে ৫৬টি অবৈধ পাসপোর্ট এবং ৩টি জাতীয় পরিচয়পত্রসহ ১ যুবককে আটক করেছে র‌্যাব-১৫। আটককৃত হচ্ছে, ঈদগাঁও জাগির পাড়ার মো. ইদ্রিসের ছেলে আবদুর রহমান (৩৫)। বৃহস্পতিবার (২৯ জুলাই) রাতে এ অভিযান পরিচালিত হয় বলে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১৫’র সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।

তিনি বলেন, গোপন খবরের ভিত্তিতে জানা যায়, কতিপয় ব্যক্তি কক্সবাজার জেলার ঈদগাঁও জাগিরপাড়ার ১ নম্বর ওয়ার্ডের তৈয়ব তাহের নিজ বাড়িতে থেকে বিভিন্ন অনৈতিক কাজ (অবৈধ পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সীলমোহর অবৈধভাবে নিজ দখলে রাখাসহ বিভিন্ন কাজ) করে আসছেন। এরপর সেখানে বৃহস্পতিবার রাতে অভিযান পরিচালনা করে ১ জনকে আটক করা হয়। এ ঘটনায় ২ জন কক্সবাজার কৌশলে পালিয়ে যায়। এ সময় আটক আসামীর বসত ঘর তল্লাশি করে ৫৬টি ভিন্ন নামের বাংলাদেশি পাসপোর্ট, তিনটি ভিন্ন নামের জাতীয় পরিচয়পত্র, তিনটি সীলমোহর, চারটি ব্লাংক চেক ও নগদ ৪ লাখ ৯৫ হাজার ৭০০ টাকা জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদে আসামী আব্দুর রহমান জানান, পলাতক আসামীর সহযোগিতায় তিনি দীর্ঘ দিন ধরে বিভিন্ন পাসপোর্ট, এনআইডি এবং নকল সীলমোহর নিজ হেফাজতে রেখে বিভিন্ন অনৈতিক কাজ করে আসছেন। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে  কক্সবাজার জেলার ঈদগাঁও থানায় পাঠানো হয়েছে।

(ঊষার আলো-আরএম)