UsharAlo logo
শনিবার, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

বিমানের বহরে নতুন যুক্ত হতে যাচ্ছে ড্যাশ মডেলের প্লেন

usharalodesk
মার্চ ২, ২০২১ ৫:২২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : কানাডা হতে আগামী বৃহস্পতিবার দেশে আসছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের তৃতীয় ড্যাশ-৮-৪০০ মডেলের নতুন প্লেন। নতুন প্লেন যুক্ত হলে সংখ্যা গিয়ে দাঁড়াবে ২১-এ। মঙ্গলবার (২ মার্চ ) এ তথ্য জানা যায়।

জানা যায়, বাংলাদেশ এবং কানাডা সরকারের মধ্যে জিটুজি ভিত্তিতে কেনা তিনটি ড্যাশ-৮-৪০০ প্লেনের তৃতীয় প্লেনটি ৪ মার্চ দেশে আসছে। ৭৪টি আসন বিশিষ্ট ড্যাশ ৮-৪০০ উড়োজাহাজটি পরিবেশবান্ধবি এবং অত্যাধুনিক সুযোগ-সুবিধায় সমৃদ্ধ।

কানাডার অতি প্রখ্যাত উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান ডি হ্যাভিল্যান্ড বম্বার্ডিয়ার অ্যারোস্পেস এই উড়োজাহাজ তৈরি করেছে।

তার আগে ড্যাশ-৮-৪০০ মডেলের প্রথম প্লেনটি গত বছরের ২৭ ডিসেম্বর ও দ্বিতীয় প্লেনটি গত ২৪ ফেব্রুয়ারি দেশে এসে বিমানের বহরে যুক্ত হয়।

বর্তমানে ২০টি উড়োজাহাজের মধ্যে ৪টি বোয়িং ৭৭৭-৩০০ইআর, ৪টি বোয়িং ৭৮৭-৮, ২টি বোয়িং ৭৮৭-৯, ৬টি বোয়িং ৭৩৭ ও ৪টি ড্যাশ ৮-৪০০ উড়োজাহাজ। নতুন প্লেনটি যুক্ত হলে মোট সংখ্যা দাঁড়াবে ২১-এ।

(ঊষার আলো-এফএসপি)