ঊষার আলো ডেস্ক : চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর অবতরণ করা একটি বিমানের সিটের নিচ হতে ৫৬টি স্বর্ণের বার জব্দ করেছে শুল্ক গোয়েন্দারা। এসকল স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ৪ কোটি ৪৮ লাখ টাকা।
শনিবার (১২ নভেম্বর) সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট থেকে এসব স্বর্ণ জব্দ হয়। বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার তসলিম আহাম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন।
শুল্ক গোয়েন্দা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম বিমানবন্দরে শুল্ক গোয়েন্দারা মধ্যপ্রাচ্য থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে অভিযান চালায়। এ সময় বিমানের একটি আসনের নিচ থেকে ৫৬টি স্বর্ণের বার জব্দ হয়।
জব্দকৃত স্বর্ণের ওজন ৬ কেজি ৫২৪ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য চার কোটি ৪৮ লাখ টাকা।
(ঊষার আলো-এফএসপি)