UsharAlo logo
শনিবার, ৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বিমান বাহিনীর নতুন প্রধান শেখ আব্দুল হান্নান

ঊষার আলো
জুন ১, ২০২১ ৯:৫৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : এয়ার ভাইস মার্শাল শেখ আব্দুল হান্নান বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন। তিনি বিমান বাহিনীর প্রধান হিসেবে ১২ জুন বিকেলে তিন বছরের জন্য দায়িত্ব নেবেন। মঙ্গলবার (১ জুন) বিকালে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক মো. নূর ইসলামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দেয়া হয়।
আইএসপিআর জানায়, এয়ার ভাইস মার্শাল শেখ আব্দুল হান্নানকে আগামী ১২ জুন (২০২১) অপরাহ্ণে এয়ার মার্শাল পদে পদোন্নতি দেয়া হবে। ওই দিন বিকাল থেকেই তাকে তিন বছরের জন্য বিমান বাহিনী প্রধান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
বর্তমান বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাতের স্থলাভিষিক্ত হবেন তিনি।

(ঊষার আলো-এমএনএস)