UsharAlo logo
বুধবার, ২০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বিরোধী এমপিদের ৪র্থ ডোজ টিকা বিনামূল্যে দেওয়া হবে

pial
জুন ১৪, ২০২২ ৯:৫০ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেক্স : জাতীয় সংসদের বিরোধী দলীয় সকল সংসদ সদস্যদের বিনামূল্যে করোনা ভাইরাস প্রতিরোধী ৪র্থ ডোজের টিকা দেয়ার ব্যবস্থা করবেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

সোমবার (১৩ জুন) সংসদে ২০২১-২০২২ অর্থবছরে স্বাস্থ্যসেবা বিভাগের মঞ্জুরি দাবি ও ছাঁটাই প্রস্তাবের আলোচনায় কিছুটা হাস্যরস করে তিনি এই কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্যের শেষ পর্যায়ে সরকারি দলের কয়েকজন সদস্যদকে কথা বলতে দেখা যায়। এরপর জাহিদ মালেক বলেন, বিরোধী দল অনেক সাহায্য সহযোগিতা করেন। তাই সংসদ সদস্যরা অনুরোধ করছেন, বিরোধী দলের সদস্যদের করোনার আরেক ডোজ টিকা দেয়া হোক। ৩য় ডোজের টিকা দেয়া হয়েছে। বিনামূল্যে ৪র্থ ডোজের টিকারও ব্যবস্থা করা হবে তাদের জন্য।

এর আগে স্বাস্থ্যসেবা বিভাগের ছাঁটাইয়ের প্রস্তাবে আলোচনায় অংশ নিয়ে গণফোরামের মোকাব্বির খান বলেন, সিন্ডিকেট করে স্বাস্থ্যখাতে বিপুল অঙ্কের টাকা হাতানো হচ্ছে। এ দুর্নীতির কারণে মানুষ অনেক সেবা থেকে বঞ্চিত হচ্ছে। এই খাতে সুশাসনের বেশ ঘাটতি রয়েছে।

(ঊষার আলো-এসএইস)