UsharAlo logo
মঙ্গলবার, ১১ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিশ্বকাপের একটি শিরোপা মেসির প্রাপ্য: জার্মানির কোচ

pial
ডিসেম্বর ১৮, ২০২২ ৩:৩১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : আর্জেন্টিনা ও ফ্রান্সের মধ্যকার লড়াই দিয়ে রবিবার পর্দা নামবে কাতার বিশ্বকাপের। বাংলাদেশ সময় রাত ৯টায় লুসাইল স্টেডিয়ামে শুরু হবে এ ম্যাচটি।

ফরাসিদের কেউ কেউও যখন লিওনেল মেসির হাতে বিশ্বকাপ ট্রফি দেখতে চান, তখন নিরপেক্ষদের বেশির ভাগের জন্য এটা খুবই স্বাভাবিক। জার্মানির কোচ হান্স ফ্লিক মনে করেন, ফুটবল রোমান্টিক হলে এ আসরের শিরোপা মেসির হাতেই দেখতে চাইবেন যে কেউ। জার্মানির কোচের মতে, এবারের বিশ্বকাপের দাবিদার আর্জেন্টাইন তারকা। কিন্তু ফাইনালে নিরপেক্ষ থাকতে চান ফ্লিক।

বিশ্বকাপের আগেই মেসি ইঙ্গিত দেন, কাতার আসরই বিশ্ব সেরার মঞ্চে তার শেষ। সেমি-ফাইনালে ক্রোয়েশিয়াকে হারানোর পর সেটা নিশ্চিতও করেন তিনি। সময়ের সেরা তো বটেই, অনেকের চোখে সর্বকালের সেরাও মেসি। তার নামের পাশে তাই বিশ্বকাপ জয়ের কীর্তি দেখতে চাওয়ার লোকের কোনো অভাব নেই।

ফ্লিক বলেন, বিশ্বকাপের একটি শিরোপা প্রাপ্য মেসির। কেউ যদি ফুটবলে রোমান্টিক হয়, তাহলে সে চাইবে লিওনেল মেসি জিতুক। তার কারণ মেসি গত ১০ বছরের সবচেয়ে অসাধারণ খেলোয়াড়। এ বয়সে সে এখনও নিজের মান দেখিয়ে চলেছে।’

(ঊষার আলো-এফএসপি)