UsharAlo logo
শুক্রবার, ২৮শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্বকাপে অনিশ্চিত দিবালা!

koushikkln
অক্টোবর ১০, ২০২২ ৩:৩১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : জুভেন্টাস হতে এসে কেবলই রোমার জার্সিতে দারুণ ছন্দ পেয়েছেন পাউলো দিবালা। কিন্তু গতরাতে বাঁ ঊরুতে গুরুতর ইনজুরিতে পড়েন আর্জেন্টিনার এ ফরোয়ার্ড। এতে শুরুর আগেই শেষ হতে পারে তার বিশ্বকাপ।

রবিবার রাতের বেলা রোমার ঘরের মাঠ স্টাডিও অলিম্পিকিওতে খেলতে নামেন আর্জেন্টাইন সেনসেশন। খেলায় রোমার হয়ে একটি গোলও পান, তবে ৫০ মিনিটে মারাত্মক ফাউলের শিকার হন। কিন্তু গুরুতর আহত হয়ে মাঠ ছাড়তে হয় দিবালাকে।

খেলা শেষে রোমা কোচ হোসে মরিনহো বলেন, ‘এটা খুবই খারাপ। এটা মারাত্মক, আশা করি মেডিক্যাল পরীক্ষায় এটা যেন খুব বেশি গুরুতর না হয়। তবে খুবই বাজে ফাউলের শিকার হয়েছে সে। আমি কোনো ডাক্তার নই, কিন্তু অভিজ্ঞতা থেকে বলছি এটা দিবালা ও আর্জেন্টাইনদের জন্য খারাপ কিছু হতে পারে।’

উল্লেখ্য, ২১ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া ফিফা বিশ্বকাপে দলের অন্যতম সেরা ফরোয়ার্ড দিবালা। আর্জেন্টাইনদের হয়ে ফাইনালিসিমায় একটি গোলও পান তিনি।

(ঊষার আলো-এফএসপি)