UsharAlo logo
রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিশ্বকাপ প্রস্তুতিতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলবে টাইগাররা

pial
সেপ্টেম্বর ১৫, ২০২২ ৪:০৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : দেশে তিনদিনের ম্যাচ সিনারিও ক্যাম্প করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তবে বৃষ্টির বাধায় ঠিকঠাক করা যায়নি সেটি।

কিন্তু প্রস্তুতিতে ঘাটতে রাখতে চায় না বাংলাদেশ ক্রিকেট বোর্ড। চলতি মাসের শেষদিকে ত্রিদেশীয় সিরিজ খেলতে নিউজিল্যান্ড উড়াল দেওয়ার আগে দুবাইতে সপ্তাহখানেকের ক্যাম্প করবে বাংলাদেশ। যেখানে গতকাল ঘোষিত বিশ্বকাপ স্কোয়াডের ১৫ সদস্য ছাড়াও থাকবেন স্ট্যান্ড বাই ক্রিকেটাররাও।
খেলার কথা আছে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি ম্যাচও। দুবাইয়ের উদ্দেশে ২২ সেপ্টেম্বর দেশ ছাড়ার কথা আছে বাংলাদেশ দলের।

এ নিয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন আজ সাংবাদিকদের বলেন, ‘যেহেতু আমাদের এখানে অনুশীলনের জন্য আবহাওয়া সাপোর্ট করছিল না, কাজে আমরা এই সিদ্ধান্ত নিয়েছিলাম। সহযোগী কিছু দেশের সাথে আমরা আলোচনা করেছি। আমরা একটা ক্যাম্প কিংবা প্রস্তুতি সেশন যাই বলেন না কেন, সেটা আরব আমিরাতে আয়োজন করব। ওদের জাতীয় দলের সাথে আমাদের দুটো ম্যাচ হবে। কথাবার্তা হচ্ছে আমাদের, সে মোতাবেকই আমরা আগাচ্ছি। ‘

সংযুক্ত আরব আমিরাতের দুবাই স্পোর্টস সিটির সব ধরনের সুযোগ সুবিধা ব্যবহারের পাশাপাশি স্বাগতিকদের বিপক্ষে দুইটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচও খেলবে টাইগাররা। ম্যাচগুলো হতে পারে ২৫ ও ২৭ সেপ্টেম্বর, এরপর ২৮ সেপ্টেম্বর দেশে ফিরে ৩০ সেপ্টেম্বর নিউজিল্যান্ডের উদ্দেশে উড়াল দেবে বিশ্বকাপ দল।

নিজাম উদ্দিন চৌধুরী সুজন জানান, ‘আমাদের ২২ তারিখে যাওয়ার বিষয়ে একটা পরিকল্পনা রয়েছে। ২২ হতে ২৮ তারিখ পর্যন্ত। ২৮ তারিখ আমরা খুব সম্ভবত ব্যাক করব, এই সময়ের ভেতর আমাদের অনুশীলন ও দুটো প্র্যাকটিস ম্যাচ হওয়ার কথা আছে। সেভাবেই আমরা আরব আমিরাত ক্রিকেট বোর্ডের সাথে যোগাযোগ করছি। ’

(ঊষার আলো-এফএসপি)