UsharAlo logo
শুক্রবার, ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিশ্বকাপ বাছাই পর্ব, রোনালদোকে ছাড়াই মাঠে নামছে পর্তুগাল

ঊষার আলো
সেপ্টেম্বর ৭, ২০২১ ৪:১১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : আসন্ন বিশ্বকাপে ইউরোপিয়ান অঞ্চলের বাছাই পর্বে আজ মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) রাত ১০টায় আজারবাইজানের মুখোমুখি হবে পর্তুগাল। ‘এ’ গ্রুপে ৪ ম্যাচ খেলে ৩ ম্যাচ জয় আর ১ ম্যাচ ড্র করে পয়েন্ট টেবিলের দ্বিতীয়স্থানে আছে পর্তুগাল।

বাছাই পর্বে কোনো হারের মুখ দেখেনি পর্তুগিজরা। তবে অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো যোগ দিয়েছেন সদ্য চুক্তি করা ম্যানচেস্টার ইউনাইটেডে। এ ম্যাচে তাকে ছাড়াই জয়ের ধারা অব্যহত রাখতে চায় দলটি।

অপর ম্যাচে রাত পৌনে একটায় ফিনল্যান্ডের মুখোমুখি হচ্ছে ফ্রান্স। আর একই সময় ডেনমার্ক খেলবে ইসরায়েলের বিপক্ষে।

এদিকে এশিয়া অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বে রাত ৯টায় চীনের মুখোমুখি হবে জাপান। রাত ১২টায় ইরাকের সাথে লড়বে ইরান।

(ঊষার আলো-এফএসপি)