ঊষার আলো ডেস্ক : কাতারেই শেষ বিশ্বকাপ খেলার ঘোষণা দিয়েছিলেন নেইমার। নিজের শেষ বিশ্বকাপে ব্রাজিলের ট্রফি খরা ঘুচানোর লক্ষ্যই ছিল তার। তবে সার্বিয়ার বিপক্ষে ডানপায়ের গোড়ালিতে চোট পেয়ে ছিটকে যান তিনি। সেলেকাওরা তাকে পাওয়ার প্রত্যাশা করলেও বিশ্বকাপ শেষ হয়ে যাওয়ার আতঙ্ক ভর করেছিল তাকে।
তবে দুই ম্যাচ দর্শক হয়ে থাকার পর সোমবার আবার মাঠে নামেন নেইমার। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ১৩তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান ২-০ করেন সে। ম্যাচটি ৪-১ গোলে জিতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ব্রাজিল।
ম্যাচ শেষে উচ্ছ্বসিত নেইমার বলেন, মাঠের বাইরে কতটা আতঙ্কে দিন পার করেছেন তিনি। ৩০ বছর বয়সী ফরোয়ার্ড জানান, ‘চোট পাওয়ার রাতটা ছিল আমার জন্য খুব কঠিন কারণ আমার মাথায় হাজারটা চিন্তা ভর করেছিল- শঙ্কা ও ভয়। তবে আমার সতীর্থ ও পরিবারের সমর্থন পেয়েছি আমি। এ অন্ধকারের মধ্যে আমাকে শক্তি খুঁজতে হতো।’
ভক্তদের অগণিত শুভকামনার বার্তায় তাদের ধন্যবাদ জানালেন নেইমার ও তার চিকিৎসায় নিয়োজিত মেডিক্যাল টিমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সোমবারের ম্যাচে কোনো ব্যথা অনুভব করেননি বলেও জানান নেইমার।
আর আগামী শুক্রবার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে ব্রাজিল।
(ঊষার আলো-এফএসপি)