UsharAlo logo
রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্ববাজারে কমলেও দেশে বাড়তি স্বর্ণের দাম

usharalodesk
আগস্ট ৮, ২০২১ ১:৩৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : বিশ্ববাজারে স্বর্ণের বড় দরপতন হলেও বাংলাদেশের বাজারে স্বর্ণের দাম বাড়তি রয়েছে। দরপতনে বিশ্ববাজারে এক সপ্তাহে দাম কমেছে প্রায় ৩ শতাংশ। প্রতি আউন্সে কমেছে ৫০ ডলারের ওপরে। স্বর্ণের পাশাপাশি এক সপ্তাহে প্লাটিনাম এবং রূপারও বড় দরপতন হয়েছে। তবে, বাংলাদেশের বাজারে স্বর্ণের দাম কমানো হচ্ছে না। করোনার কারণে দেশজুড়ে কঠোর লকডাউন চলায় আপাতত দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় না করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

এ বিষয়ে বাজুস সভাপতি এনামুল হক খান জানান, বিশ্ববাজারে স্বর্ণের বড় দরপতনের বিষয়টি আমরা দেখেছি। কিন্তু লকডাউনে আমাদের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ। আপাতত দেশের বাজারে স্বর্ণের দাম কমানো হচ্ছে না। লকডাউন খুললে এ বিষয়ে আমরা সিদ্ধান্ত নেব। তিনি আরও বলেন, লকডাউন খুলে দেয়ার পর যদি বিশ্ববাজারে দাম কম থাকে তাহলে দেশের বাজারে স্বর্ণের দামও কমানো হবে।

(ঊষার আলো-আরএম)