UsharAlo logo
সোমবার, ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্ববিদ্যালয় ছাত্রকে জিম্মি করে টাকা আদায়, রংপুরে গ্রেফতার ৩

usharalodesk
এপ্রিল ৩, ২০২৪ ১২:০৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থীকে জিম্মি করে টাকা আদায়ের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ। ভুক্তভোগী আনোয়ার হোসেন বেরোবির ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলনে গ্রেফতারের বিষয়টি জানিয়েছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (অপরাধ) আবু মারুফ হাসান। গ্রেফতাররা হলেন, নগরীর বালাপড়া গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে শাকিব আহমেদ ও শাকিল আহমেদ এবং সূত্রাপুর গ্রামের সবুরের ছেলে মনির হোসেন সুমন। সোমবার রাতে অটোতে যাওয়ার পথে তারা আনোয়ারের কোমরে ছুরি ধরে টাকা আদায় করে। এ ঘটনায় পরদিন ভুক্তভোগী পুলিশের কাছে অভিযোগ দেন।

পুলিশ জানায়, রাত সাড়ে ৮টার দিকে আনোয়ার নগরীর পার্ক মোড়ে যাওয়ার জন্য লালবাগ থেকে অটোতে চড়ে। অটোচালকসহ আরও চারজন ছিল সেখানে। একটু সামনে যাওয়ার পর দুপাশে দুজন চেপে বসে ভুক্তভোগীর কোমরে ছুরি ধরে চুপ থাকতে বলে। তারপর আনোয়ারের কাছে থাকা টাকা নিয়ে নেয় এবং আরও টাকা পাঠাতে তার সহপাঠীদের কাছে কল করতে বলে। পরে বিকাশে ছয় হাজার টাকা দিলে তাকে ছেড়ে দেওয়া হয়। পুলিশ আরও জানায়, অজ্ঞাতনামা আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। সেই সঙ্গে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

ঊষার আলো-এসএ