UsharAlo logo
শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বিশ্বব্যাংক কৃষিতে ভর্তুকি দিতে বাধা দিয়েছিলো

usharalodesk
অক্টোবর ১৬, ২০২১ ১:১৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন কৃষিপণ্য শুধু উৎপাদন করলেই হবেনা, বাজারজাতকরণেও জোর দিতে হবে। বিশ্বব্যাংকসহ বহু আন্তর্জাতিক সংস্থা কৃষিতে ভর্তুকি দিতে বাধা দিয়েছিলো। কিন্তু সকল বাধা দূর করে কৃষিতে ভর্তুকি দিয়ে আসছে সরকার।

শনিবার( ১৬ অক্টোবর) বিশ্ব খাদ্য দিবসের অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন প্রধানমন্ত্রী। ।

প্রধানমন্ত্রী বলেন, খাদ্যে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ এখন নিরাপদ ও পুষ্টিকর খাবারে গুরুত্ব দিচ্ছে । প্রধানমন্ত্রী জানান, জমির আইলগুলো তুলে দেওয়া গেলে ফরিদপুর জেলার সমান চাষযোগ্য জমি পাওয়া যেত। বাংলাদেশের ১ ইঞ্চি জমিও অনাবাদি রাখা যাবে না, বঙ্গবন্ধুর এ লক্ষ্য নিয়ে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে।

১৯৯৮ সালে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে বাংলাদেশ। সে সময় খালেদা জিয়া বলেছিলেন, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার কোন প্রয়োজন নেই। বিদেশের উপর পরনির্ভরশীল হওয়ার জন্য এ কথা বলেছিল বিএনপি। এর আগে, বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে এক বার্তায় প্রধানমন্ত্রী জানান, আমাদের সরকার গৃহীত কৃষিবান্ধব নীতি এবং কার্যক্রমে দানাদার খাদ্য, মাছ, মাংস ও ডিম উৎপাদনে বাংলাদেশ আজ স্বয়ংসম্পূর্ণ ও দুধ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতার দ্বারপ্রান্তে।