UsharAlo logo
শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্বম্ভরপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশকালে দুই যুবক আটক

usharalodesk
ডিসেম্বর ২৬, ২০২৪ ১২:৩১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : বিশ্বম্ভরপুরের সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে বাংলাদেশি দুই যুবককে আটক করেছে বিজিবি। এ সময় তাদের কাছে নগদ ১ লাখ ১১ হাজার পাওয়া যায়।

জানা যায়, বিশ্বম্ভরপুর উপজেলার জিগাতলা নামক এলাকা দিয়ে চোরাচালানের উদ্দেশ্যে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টা করলে ১ লাখ ১১ হাজার টাকাসহ বাংলাদেশি নাগরিক রাসেল মিয়া ও মোবারক হোসেনকে আটক করে বিজিবি। আটক রাসেল মিয়া উপজেলার ধনপুর ইউনিয়নের শিয়ালডোবা গ্রামের মোহাম্মদ কাদির মিয়ার ছেলে ও মোবারক ধনপুর ইউনিয়নের রাজাপাড়া গ্রামের সুলতান মিয়ার ছেলে।

সুনামগঞ্জ ২৮ বিজিবি অধিনায়ক লে. কর্নেল একেএম জাকারিয়া কাদির জানান, আটকদের বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ঊষার আলো-এসএ