UsharAlo logo
রবিবার, ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্বের সবচেয়ে খর্বকায় কিশোর নেপালের দর বাহাদুর

pial
মে ২৭, ২০২২ ৮:৫৭ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেক্স : বিশ্বের সবচেয়ে খর্বকায় কিশোরটি থাকে নেপালে। সম্প্রতি এমনটাই জানিয়েছেন গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস। নাম তার দর বাহাদুর খাপাঙ্গি। উচ্চতা মাত্র ৭৩.৪৩ সেন্টিমিটার বা ২ ফুট ৪.৯ ইঞ্চি।

১৭ বছর বয়সি দর বাহাদুরের জন্ম হয় ২০০৪ সালের ১৪ নভেম্বরে। গত ২২ মার্চ তার উচ্চতা মাপা হয়। এরপর তাকে বিশ্বের সবচেয়ে খর্বকায় কিশোর হিসেবে ঘোষণা করা হয়। তাকে প্রশংসাপত্রের পাশাপাশি স্মারকও দিয়েছে গিনেস।

স্বীকৃতি পাওয়ায় খুব খুশি তার ভাই নারা বাহাদুর। তিনি বলেন, ‘আমি অত্যন্ত আনন্দিত যে আমার ছোট ভাই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস থেকে এ স্মারকটি পেয়েছে। আজ আমাদের ভীষণ খুশির দিন।

দর বাহাদুরের হাতে স্মারকটি তুলে দেন নেপাল টুরিজম বোর্ডের সিইও ধনঞ্জয় রেগমি।

স্কুল শিক্ষার্থী দর বাহাদুর কাঠমান্ডু থেকে প্রায় ১৩০ কিলোমিটার দূরে জেলা সিন্ধুলিতে থাকে। জানা গেছে, জন্মের পর ৭ বছর পর্যন্ত স্বাভাবিক মানুষের মতোই বৃদ্ধি হয়েছিল তার। কিন্তু তারপর কোনো অজ্ঞাত কারণে উচ্চতা বৃদ্ধি থমকে যায়।

প্রসঙ্গত, এর আগে বিশ্বের সবচেয়ে খর্বকায় কিশোরের স্বীকৃতি ছিল নেপালেই। নাম ছিল খগেন্দ্র থাপা মাগার ও উচ্চতা ছিল ১ ফুট ১.৮ ইঞ্চি। কিন্তু ২০২০ সালে ২৭ বছর বয়সে তার মৃত্যু হয়।

(ঊষার আলো-এসএইস)