UsharAlo logo
শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্বের ৮ ‘ইউনিক’ ক্রিকেটাদের তালিকায় জায়গা পেল সাকিব

usharalodesk
জুলাই ১৭, ২০২১ ৫:৫১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : বিশ্বের ‘ইউনিক’ ৮ ক্রিকেটারের তালিকায় যুক্ত হলেন বাংলাদেশ দলের প্রাণভোমরা সাকিব আল হাসান। এই ৮ ক্রিকেটার বাকি সকলের থেকে আলাদা।

তাহলে বিষয়টা খোলাসা করা যাক। এ পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন মোট ৫২৬৯ ক্রিকেটার। তবে রান ও উইকেটের কম্বিনেশনে আন্তর্জাতিক ক্রিকেটে ৮ জন ইউনিক খেলোয়াড় রয়েছেন, যারা এই বাকি ৫২৬১ জনের চেয়ে আলাদা। এই ৮ জন ক্রিকেটার ইউনিক বা অনন্য কারণ তাদের সাথে রান ও উইকেট দুটোতেই এগিয়ে থাকা কোনও ক্রিকেটার পাওয়া যাবে না।

এবার তাহলে আসা যাক, সাকিব কেন ‘ইউনিক’ । আন্তর্জাতিক ক্রিকেটে এ অলরাউন্ডারের বর্তমান সংগ্রহ ১১৯৭৪ রান ও ৫৮১ উইকেট। তার চেয়ে বেশি রান রয়েছে ৬১ জনের ও সাকিবের চেয়ে বেশি উইকেট আছে ২৪ জন বোলারের। তবে যাদের রান সাকিবের চেয়ে বেশি তাদের উইকেট সাকিবের চেয়ে কম। আবার যাদের উইকেট সাকিবের চেয়ে বেশি তাদের আবার রান সাকিবের চেয়ে কম।

সাকিব ছাড়া বিশ্বের বাকি ৭ ইউনিক ক্রিকেটার হলেন- শচীন টেন্ডুলকার, জ্যাক ক্যালিস, কপিল দেব, শন পোলক, ওয়াসিম আকরাম, শেন ওয়ার্ন এবং মুত্তিয়া মুরালিধরন। এরা প্রত্যেকে রান-উইকেটের কম্বিনেশনে বিশ্বের যেকোনো ক্রিকেটারের চেয়েই এগিয়ে।

জিম্বাবুয়ের বিপক্ষে ৫ উইকেট নেয়ার মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে নিজের উইকেটসংখ্যা বাড়িয়ে ৫৮১তে পরিণত করেছেন সাকিব। যার ফলে উইকেটসংখ্যায় ছাড়িয়ে গেছেন জ্যাক ক্যালিসকে (৫৭৭) ও জায়গা করে নিয়েছেন ইউনিক ক্রিকেটারের তালিকায়।

রান ও উইকেটের কম্বিনেশনের দিক থেকে বিশ্বের ‘ইউনিক’ ৮ ক্রিকেটারের তালিকা:

১. শচীন টেন্ডুলকার (ভারত)- ৩৪৩৫৭ রান ও ২০১ উইকেট

২. জ্যাক ক্যালিস (দক্ষিণ আফ্রিকা)- ২৫৫৩৪ রান ও ৫৭৭ উইকেট

৩. সাকিব আল হাসান (বাংলাদেশ)- ১১৯৭৪ রান ও ৫৮১ উইকেট

৪. কপিল দেব (ভারত)- ৯০৩১ রান ও ৬৮৭ উইকেট

৫. শন পোলক (দক্ষিণ আফ্রিকা)- ৭৩৮৬ রান ও ৮২৯ উইকেট

৬. ওয়াসিম আকরাম (পাকিস্তান)- ৬৬১৫ রান ও ৯১৬ উইকেট

৭. শেন ওয়ার্ন (অস্ট্রেলিয়া)- ৪১৭২ রান ও ১০০১ উইকেট

৮. মুত্তিয়া মুরালিধরন (শ্রীলঙ্কা)- ১৯৩৬ রান ও ১৩৪৭ উইকেট

(ঊষার আলো-এফএসপি)