ঊষার আলো ডেস্ক : গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আরও আট হাজার ৫৬৮ জনের প্রাণহানি হয়েছে। নতুন করে আরও ৪ লাখ ৮৬ হাজার ১১৩ জন আক্রান্ত হয়েছে।
শনিবার (২৩ অক্টোবর) সকাল ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এ বিষয়টি জানা গেছে। সুস্থ হয়েছেন ৪ লাখ ১৮ হাজার ৫৫৬ জন।
বিশ্বে এ পর্যন্ত করোনায় মারা গেছে ৪৯ লাখ ৫৩ হাজার ৩২৭ জন। এসময়ে আক্রান্ত হয়েছে ২৪ কোটি ৩৭ লাখ ২৯ হাজার ১১৪ জন। আর সুস্থ হয়েছেন ২২ কোটি ৮ লাখ ৫৪ হাজার ৬৫৮ জন।
২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও প্রাণহানি হয়েছে যুক্তরাষ্ট্রে। সেখানে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৮২ হাজার ২৮৩ জন এবং মারা গেছেন এক হাজার ৫৫২ জন। এ পর্যন্ত ৪ কোটি ৬২ লাখ ৬২ হাজার ৩৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে মারা গেছেন ৭ লাখ ৫৫ হাজার ৬৪৭ জন।
বাংলাদেশে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৬৭ হাজার ১৩৯ জনের দেহে। এদের মধ্যে মারা গেছে ২৭ হাজার ৮০৫ জন এবং সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩০ হাজার ৬৪৭ জন।
(ঊষার আলো-আরএম)