UsharAlo logo
সোমবার, ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বে করোনায় আরও ৪ হাজার ২৩৫ জনের মৃত্যু  

ঊষার আলো
অক্টোবর ১৮, ২০২১ ১২:০৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আরও ৪ হাজার ২৩৫ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আরও শনাক্ত হয়েছে ৩ লাখ ১ হাজার ৭৩৮ জনের দেহে।

সোমবার (১৮ অক্টোবর) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে ৪৯ লাখ ১৪ হাজার ৯২ জন মারা গেছে । আর এ পর্যন্ত শনাক্ত হয়েছে ২৪ কোটি ১৪ লাখ ৭১ হাজার ৬৬৯ জনের দেহে এবং সুস্থ হয়েছে ২১ কোটি ৮৭ লাখ ১৬ জন।

করোনায় বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এ পর্যন্ত ৪ কোটি ৫৭ লাখ ৯২ হাজার ৫৩২ জন আক্রান্ত হয়েছে ও ৭ লাখ ৪৪ হাজার ৫৪৬ জন মারা গেছে।

২০১৯ সালে ডিসেম্বরে চীনে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। গত বছরের ১১ মার্চ করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

 

(ঊ/আ-আরএম)