UsharAlo logo
বুধবার, ৭ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বে করোনায় আরও ৮ হাজারের বেশি মানুষের মৃত্যু

ঊষার আলো
ডিসেম্বর ২, ২০২১ ২:৫৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : মহামারি করোনায় আক্রান্ত হয়ে বিশ্বে গত ২৪ ঘণ্টায় আরও ৮ হাজারের বেশি মানুষ মারা গেছেন। এ সময়ে করোনা শনাক্ত হয়েছেন সাড়ে ৬ লাখের বেশি মানুষের।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্য মতে, আজ বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫২ লাখ ৪১ হাজার ৮৫১ জন। এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২৬ কোটি ৩৭ লাখ ৩৩ হাজার ৩৬২ জনের।
এছাড়া সারাবিশ্বে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ২৩ কোটি ৮০ লাখ ৩৫ হাজার ৬৬৮ জন।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৮ হাজার ২১২ জন। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৬ লাখ ৬২ হাজার ৪৬৭ জনের।

করোনায় সব থেকে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এ পর্যন্ত ৪ কোটি ৯৫ লাখ ৭৩ হাজার ১১২ জন করোনায় আক্রান্ত হয়েছেন ও ৮ লাখ ৫ হাজার ৪ জন মারা গেছেন।

(ঊষার আলো-এফএসপি)