UsharAlo logo
শুক্রবার, ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিশ্বে করোনায় একদিনে আরও ৯,৮২৭ মৃত্যু

ঊষার আলো
সেপ্টেম্বর ৪, ২০২১ ১২:০১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : গত ২৪ ঘণ্টায় মহামারি করোনায় আক্রান্ত হয়ে ৯ হাজার ৮২৭ জন মানুষের মৃত্যু হয়েছে। নতুন করে আরও ৬ লাখ ৬৩ হাজার ১০৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ‌্য অনুযায়ী, আজ (৪ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মোট মারা গেছে ৪৫ লাখ ৬৭ হাজার ৩৪৭ জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছে ২২ কোটি ৬ লাখ ৪২ হাজার ১১২ জনের। বিশ্বে মোট সুস্থ হয়েছে ১৯ কোটি ৭১ লাখ ৪১ হাজার ১৮৪ জন।

সংক্রমণের শুরু থেকে এখন পর্যন্ত বাংলাদেশে করোনায় মোট মৃত্যু হযেছে ২৬ হাজার ৪৩২ জন মানুষের। আর শনাক্ত হয়েছে ১৫ লাখ ১০ হাজার ২৮৩ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ লাখ ৪২ হাজার ৫৮২ জন।করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ৪ কোটি ৭ লাখ ৩ হাজার ৬৭৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন ও ৬ লাখ ৬৪ হাজার ৯৩৫ জন মানুষের মৃত্যু হয়েছে। এছাড়া, ভারতে করোনা শনাক্ত হয়েছে তিন কোটি ২৯ লাখ ৪৪ হাজার ৬৯১ জনের। আর মৃত্যু হয়েছে চার লাখ ৪০ হাজার ২৫৬ জনের।

(ঊষার আলো-আরএম)