UsharAlo logo
রবিবার, ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্বে করোনায় প্রাণ হারিয়েছে ৪২ লাখ ২৪ সহস্রাধিক

usharalodesk
জুলাই ৩১, ২০২১ ১:৫০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : সারা বিশ্বে এখন পর্যন্ত করোনায় মারা গেছে ৪২ লাখ ২৪ হাজার ৪২১ জন এবং শনাক্ত হয়েছে ১৯ কোটি ৮০ লাখ ৩৪ হাজার ৭৫৩ জনের দেহে ।

বিশ্বে আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছে ১৭ কোটি ৮৯ লাখ ৩০ হাজার ৫৫১ জন। বর্তমানে আক্রান্ত অবস্থায় রয়েছে ১ কোটি ৪৮ লাখ ৭৯ হাজার ৭৮১ জন।

বিশ্বে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হওয়ার হার ৯৮ শতাংশ ও মারা যাওয়ার হার ২ শতাংশ। বর্তমানে করোনায় আক্রান্তদের মধ্যে গুরুতর অবস্থায় রয়েছে ৮৭ হাজার ৬৬২ জন আর বাকিদের অবস্থা স্থিতিশীল।

বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার ওপরে যুক্তরাষ্ট্রের অবস্থান । সে দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৩ কোটি ৫৬ লাখ ৮৮ হাজার ৫০৬ জন আর মারা গেছে ৬ লাখ ২৯ হাজার ৬৪ জন।

বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় যুক্তরাষ্ট্রের পর রয়েছে ভারত, ব্রাজিল, রাশিয়া, ফ্রান্স, ব্রিটেন, তুরস্ক, আর্জেন্টিনা, কলম্বিয়া এবং স্পেন।

(ঊষার আলো-আরএম)