UsharAlo logo
শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্বে করোনায় মৃত্যু ২৭ লাখ ৮৮ হাজার ৮শ

usharalodesk
মার্চ ২৮, ২০২১ ৯:২৩ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : বিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ১২ কোটি ৭২ লাখ ৬৫ হাজার দু’শ ৬০ জন এবং মারা গেছে ২৭ লাখ ৮৮ হাজার ৮শ জন।
বিশ্বে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছে ১০ কোটি ২৫ লাখ ৫০ হাজার ৭শ ৭৪ জন এবং বর্তমানে আক্রান্ত ২ কোটি ১৯ লাখ ২৫ হাজার ৬শ ৮৬ জন।
সারা বিশ্বে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হওয়ার হার ৯৭ শতাংশ এবং মারা যাওয়ার হার ৩ শতাংশ। বিশ্বে বর্তমানে করোনায় আক্রান্তদের মধ্যে গুরুতর অবস্থায় রয়েছে ৯৩ হাজার ৬৪ জন এবং বাকিদের অবস্থা স্থিতিশীল।
বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় প্রথমে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৩ কোটি ৯ লাখ ১৭ হাজার একশ ৩০ জন এবং মারা গেছে ৫ লাখ ৬২ হাজার ১২ জন ।
ব্রাজিলে আক্রান্ত হয়েছে ১ কোটি ২৪ লাখ ৯০ হাজার ৩শ ৬২ জন এবং মারা গেছে ৩ লাখ ১০ হাজার ৬শ ৯৪ জন।
ভারতে মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ১৯ লাখ ৭১ হাজার চার জন এবং মারা গেছে ১ লাখ ৬১ হাজার ৫শ ৮৬ জন।
বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় যুক্তরাষ্ট্রের পর যথাক্রমে রয়েছে- রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, স্পেন, ইতালি, তুরস্ক ও জার্মানি এছারা বাংলাদেশ রয়েছে ৩৩ তম স্থানে।

 

(ঊষার আলো: এম.এইচ)