UsharAlo logo
মঙ্গলবার, ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিশ্বে করোনায় মৃত্যু ৩৯ লাখ ৬২ হাজার ৪১০ জন

ঊষার আলো
জুলাই ১, ২০২১ ৯:৩১ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : বিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ১৮ কোটি ২৯ লাখ ৬৪ হাজার ৪১ জন এবং মৃত্যু হয়েছে ৩৯ লাখ ৬২ হাজার ৪১০ জন।
বিশ্বে করোনায় আক্রান্ত থেকে সুস্থ হয়েছে ১৬ কোটি ৭৫ লাখ ৪৫ হাজার ৪৭৭ জন এবং বর্তমানে আক্রান্ত রয়েছে ১ কোটি ১৪ লাখ ৫৬ হাজার ১৫৪ জন।
বিশ্বে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হওয়ার হার ৯৮ শতাংশ এবং মারা যাওয়ার হার ২ শতাংশ। সারা বিশ্বে বর্তমানে করোনায় আক্রান্তদের মধ্যে গুরুতর অবস্থায় রয়েছে ৭৯ হাজার ২৩১ জন এবং বাকিদের অবস্থা স্থিতিশীল।
বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় প্রথমে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৩ কোটি ৪৫ লাখ ৪৪ হাজার ১ জন এবং মারা গেছে ৬ লাখ ২০ হাজার ২৪০ জন।
বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় যুক্তরাষ্ট্রের পর যথাক্রমে রয়েছে ভারত, ব্রাজিল, ফ্রান্স, রাশিয়া, তুরস্ক, ব্রিটেন, আর্জেন্টিনা, ইতালি ও কলম্বিয়া।
ভারতে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৩ কোটি ৪ লাখ ১০ হাজার ৫৭৭ জন এবং মারা গেছে ৩ লাখ ৯৯ হাজার ৪৭৫ জন।
ভারতের পরের অবস্থানে রয়েছে ব্রাজিলে মোট আক্রান্ত হয়েছে ১ কোটি ৮৫ লাখ ৫৯ হাজার ১৬৪ জন এবং মারা গেছে ৫ লাখ ১৮ হাজার ২৪৬ জন।

(ঊষার আলো- এম.এইচ)