ঊষার আলো ডেস্ক : গত ২৪ ঘণ্টায় করোনায় বিশ্বে সাড়ে ৮ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছে ৫ লাখের বেশি মানুষের দেহে।
গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৮ হাজার ৮৭০ জন মারা গেছেন এবং শনাক্ত হয়েছে ৫ লাখ ১১ হাজার ৫১২ জনের দেহে। তবে, আগের ২৪ ঘন্টায় মারা গেছে ৬ হাজার ৮০৭ জন ও শনাক্ত হয়েছিলো ৪ লাখ ৪০ হাজার ৮০০ জনের দেহে। সেই তুলনায় আজ আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েছে।
বুধবার (১৫ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মোট মারা গেছে ৪৬ লাখ ৬২ হাজার ৮৩১ জন। এখন পর্যন্ত ২২ কোটি ৬৬ লাখ ৫৯ হাজার ১০৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে । বিশ্বে মোট করোনামুক্ত হয়েছে ২০ কোটি ৩৩ লাখ ৩৯ হাজার ৪৫ জন।
(ঊষার আলো-আরএম)