UsharAlo logo
বুধবার, ২১শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিশ্বে করোনা মৃত্যুর সংখ্যা ৩৮ লাখ ৯৭ হাজার ৮৩৫ জন

ঊষার আলো
জুন ২৩, ২০২১ ১১:২২ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : সারা বিশ্বে করোনা আক্রান্ত সংখ্যা প্রায় ১৮ কোটির কাছাকাছি। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। গেলো ২৪ ঘণ্টা পর করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ কোটি ৯৯ লাখ ২৪ হাজার ৯৮৬ জন। মৃতের সংখ্যা ৩৮ লাখ ৯৭ হাজার ৮৩৫ জন। করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত সুস্থ হয়েছে ১৬ কোটি ৪৬ লাখ ৮০ হাজার ৮০০।
আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি। আজ বুধবার সকাল পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৪ লাখ ৩৪ হাজার ৮০৩ জন। দেশটিতে মৃত্যু হয়েছে ৬ লাখ ১৭ হাজার ৮৭৫ জনের। যুক্তরাষ্ট্রের পর মৃত্যুর দিক দিয়ে ২য় অবস্থানে রয়েছে ব্রাজিল। ব্রাজিলে মৃতের সংখ্যা ৫ লাখ ৪ হাজার ৮৯৭ জন। আক্রান্ত হয়েছে ১ কোটি ৮০ লাখ ৫৬ হাজার ৬৩৯ জন। তবে আক্রান্তের দিক থেকে ২য় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে আক্রান্তের সংখ্যা ৩ কোটি ২৭ হাজার ৮৫০ জন। মৃত্যু হয়েছে ৩ লাখ ৯০ হাজার ৬৯১। আক্রান্তের দিক এর পরে রয়েছে পর্যায়ক্রমে ফ্রান্স, তুরষ্ক, রাশিয়া, যুক্তরাজ্য, আর্জেন্টিনা, ইতালি ও কলম্বিয়া।
মৃত্যু বিবেচনায় মেক্সিকো ৪র্থ স্থানে রয়েছে। আক্রান্ত বিবেচনায় দেশটির অবস্থান ১৫ নম্বরে। মেক্সিকোতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ২৪ লাখ ৮২ হাজার ৭৮৪ জন এবং মৃত্যু হয়েছে ২ লাখ ৩১ হাজার ৫০৫ জনের।

(ঊষার আলো- এম.এইচ)