UsharAlo logo
শনিবার, ১লা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিশ্বে দ্রুত বৃদ্ধি পাবে পরমাণু অস্ত্রের সংখ্যা!

pial
জুন ১৩, ২০২২ ৯:২১ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেক্স : ইউক্রেনে রাশিয়ার ‘বিশেষ’ সেনা অভিযানের পর থেকেই বেশ নড়েচড়ে বসেছে ইউরোপ। নতুন করে আবার সুইডেন ও ফিনল্যান্ড ন্যাটোতে যোগ দেওয়ার জন্য উঠেপড়ে লেগেছে।

সবকিছু মিলিয়ে দেখা দিয়েছে নিরাপত্তার শঙ্কা। এরই মাঝে কয়েকবার রাশিয়া ও যুক্তরাষ্ট্রসহ পশ্চিমারা পরমাণু যুদ্ধের কথা তুলেছে জোরেসোরে।

আর এ পরিস্থিতিতে বিশ্বে পারমাণবিক অস্ত্রের মজুদ খুব দ্রুত বাড়বে বলে মনে করছে স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইন্সটিটিউট (এসআইপিআরআই)।

সংস্থাটির দাবি, বর্তমানে চলমান বৈশ্বিক সঙ্কটের জন্যই দ্রুত বাড়বে পরমাণু অস্ত্রের পরিমাণ।

গত বছর বিশ্বে ১২ হাজার ৭০৫টি পারমাণবিক ওয়ার হেড ছিল। তবে সংস্থাটির ধারণা, এই বছর স্নায়ুযুদ্ধের পর প্রথমবারের মতো বিশ্বে বাড়বে পারমাণবিক অস্ত্রের সংখ্যা।

এসআইপিআরআই বলেছে, ‘রাশিয়া প্রকাশ্যে ইউক্রেনে পরমাণু হামলার সম্ভাব্যতার কথা হুমকি দিয়েছে।’

সূত্র: আল জাজিরা

(ঊষার আলো-এসএইস)