UsharAlo logo
শনিবার, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্বে ২৪ ঘন্টায় আরও ৬ হাজার জনের প্রাণহানি

usharalodesk
সেপ্টেম্বর ২৬, ২০২১ ১১:৪৭ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও প্রায় ৬ হাজার জনের মৃত্যু হয়েছে।  নতুন করে শনাক্ত হয়েছে আরও ৩ লাখ ৮০ হাজারের বেশি মানুষের দেহে।

রোববার (২৬ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে ৪৭ লাখ ৫৭ হাজার ৩৪৬ জন মারা গেছেন। এখন পর্যন্ত শনাক্ত হয়েছে ২৩ কোটি ২২ লাখ ৭৮ হাজার ৯৬৮ জনের দেহে। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ২০ কোটি ৮৮ লাখ ৮৭ হাজার ৯৯৮ জন।

গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ৫ হাজার ৯৬১ জন এবং শনাক্ত হয়েছে ৩ লাখ ৮০ হাজার ৬২৫ জনের দেহে। করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্র। সেখানে এখন পর্যন্ত ৪ কোটি ৩৭ লাখ ২৫ হাজার ৬০৪ জন করোনায় আক্রান্ত হয়েছে। আর ৭ লাখ ৬ হাজার ৫৮ জনের মৃত্যু হয়েছে। বাংলাদেশে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে  মোট ২৭ হাজার ৩৯৩ জন মারা গেছেন। এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ১৫ লাখ ১০ হাজার ১৬৭ জন এবং সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫০ হাজার ৩৭১ জন।

(ঊষার আলো-আরএম)