UsharAlo logo
মঙ্গলবার, ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্ব ইজতেমার দ্বিতীয়দিনের বয়ান, আরও ১ মুসল্লির মৃত্যু

ঊষার আলো রিপোর্ট
ফেব্রুয়ারি ৪, ২০২৫ ১০:৪৮ পূর্বাহ্ণ
Link Copied!

তাবলিগ জামাতের শীর্ষ মুরুব্বিদের তাৎপর্যপূর্ণ বয়ান ও মুসল্লিদের নফল নামাজ, তাসবিহ-তাহলিল, জিকির আসগারের মধ্যদিয়ে মঙ্গলবার বিশ্ব ইজতেমার দ্বিতীয়পর্বের দ্বিতীয় দিন অতিবাহিত হচ্ছে। কাল বুধবার দুপুর ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যে যেকোনো এক সময় আখেরি মোনাজাতের মধ্যদিয়ে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের পরিসমাপ্তি ঘটবে।

তাবলিগের ৬ উসূলের ওপর বাদ ফজর পাকিস্তানের মাওলানা উবায়দুল্লাহ খুরশিদের বয়ানের মধ্যদিয়ে দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হয়। তার বয়ান বাংলায় অনুবাদ করেন বাংলাদেশের মাওলানা জাকারিয়া।

 দ্বিতীয়পর্বেও ময়দানে যৌতুকবিহীন বিয়ে আনুষ্ঠানিকভাবে হবে বলে নিশ্চিত করেছেন শূরায়ি নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।

শীর্ষ মুরব্বিদের বয়ান চলাকালে ইজতেমা ময়দান জুড়ে নিস্তব্দ নীরবতা নেমে আসে। সকালের কনকনে শীত উপেক্ষা করে মুসল্লিদেরকে গভীর মনোযোগ সহকারে মুরব্বিদের বয়ান শুনতে দেখা গেছে।

ময়দানে যারা বয়ান করছেন যারা: বাদ ফজর বয়ান করেন পাকিস্তানের মাওলানা উবায়দুল্লাহ খুরশিদ। বাদ যোহর বয়ান করবেন ভারতের মাওলানা ইসমাঈল গোধরা। বাদ আছর ভারতের মাওলানা জুহাইরুল হাসান। বাদ মাগরিব ভারতের মাওলানা ইব্রাহীম দেওলা।

সকাল পৌণে ১০টায় তালিমের মোজাক্কারা (আলোচনা) করবেন ভারতের মাওলানা জামাল,  ওলামা-মাশায়েখদের উদ্দেশে মূলবয়ান মঞ্চের সামনে বয়ান করবেন ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা, তুলাবাদের (মাদ্রাসা ছাত্রদের) উদ্দেশ্যে নামাজের মিম্বর থেকে বয়ান করবেন পাকিস্তানের মাওলানা ফরিদ।

আরও ১ মুসল্লির মৃত্যু: ইজতেমা ময়দানে আমির আলী শেখ নামে আরও এক মুসল্লির মৃত্যু হয়েছে। সোমবার রাত ১১টার দিকে শ্বাসকষ্ট জনিত কারণে তিনি টঙ্গী সরকারি হাসপাতালে মারা যান। মৃত অমির শেখ গোপালগঞ্জ জেলার মোকসেদপুর থানার গয়লাকান্দি গ্রামের মৃত-উমেদ আলী শেখের ছেলে। বাদ ফজর জানাযা শেষে লাশ গ্রামের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। এর আগে সোমবার রাত সাড়ে ৭টা দিকে সাইফুল ইসলাম (৪৮) নামে আরেক মুসল্লির মৃত্যু হয় এই নিয়ে দ্বিতীয় ধাপে দুই মুসল্লির মৃত্যু হয়।

উল্লেখ্য, কাল বুধবার আখেরি মোনাজাতে মধ্যদিয়ে শূরায়ি নেজামের বিশ্ব ইজতেমার দ্বিতীয়পর্ব শেষ হবে। মাঝে ৮ দিন বিরতি দিয়ে ১৪ ফেব্রুয়ারি শুরু হবে মাওলানা সাদ কান্ধলভী অনুসারিদের ইজতেমা। তা শেষ হবে ১৬ ফেব্রয়ারি।

ঊষার আলো-এসএ