UsharAlo logo
রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিশ্ব স্বাধীনতা বিপদাপন্ন: বাইডেন

usharalodesk
মার্চ ২৬, ২০২২ ১০:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক :  মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন স্বৈরাচারের বিরুদ্ধে গণতন্ত্রের জন্য সংগ্রামের অংশ হিসেবে ইউরোপে আমেরিকান সামরিক সৈন্য মোতায়েনকে স্বাগত জানিয়ে বলেছেন, বিশ্ব স্বাধীনতা এখন বিপদাপন্ন। আর আপনাদের লড়াই গণতন্ত্রের পক্ষে এবং স্বৈরতন্ত্রের বিরুদ্ধে।শুক্রবার পোল্যান্ডে মার্কিন সেনাদের সফরের সময় প্রেসিডেন্ট মার্কিন সেনাদের সঙ্গে সাক্ষাৎকালে এ মন্তব্য করেন।

মিত্র দেশগুলোর সঙ্গে ইউরোপে এক সমাবেশে যোগ দিতে যাওযার সময় ইউক্রেনীয় সীমান্তের কাছে রেজেজোতে একটি বিমানঘাঁটিতে যাত্রাবিরতি করেন জো বাইডেন। সেখানে তাদের সঙ্গে মিলিত হন তিনি। সেখানে তিনি সেনা মোতায়েনকে গণতন্ত্র এবং সৈরতন্ত্রের লড়াই বলে চিহ্নিত করেন।

তিনি বলেন, আপনারা বিশ্বের ইতিহাসে সেরা যোদ্ধা, আপনারা যা করছেন তা ফল অবশ্যই ভালো হবে। ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ইউরোপে প্রায় ১২ হাজার সেনা মোতায়েন করেছে।

ঊষার আলো-এসএ