UsharAlo logo
শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিসিবি সংস্কার করতে রূপরেখা নিয়ে প্রস্তুত নাজমুল আবেদীন ফাহিম

ঊষার আলো ডেস্ক
আগস্ট ১০, ২০২৪ ৫:০৮ অপরাহ্ণ
Link Copied!

অন্তর্বর্তীকালীন সরকারকে মধ্য দিয়ে বাংলাদেশের বিভিন্ন সেক্টরে চলছে পরিবর্তন। তারই ধারাবাহিকতায় এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও (বিসিবি) পরিবর্তন চাইলেন কোচ, ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদীন ফাহিম। ক্রিকেট এগিয়ে নিতে নেতৃত্বে পরিবর্তন চান তিনি। আজ মিরপুর জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সামনে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এমনটায় জানান নাজমূল আবেদীন ফাহিম।

বিসিবিতে পরিবর্তনের কথা বলে ফাহিম বলেন, ‘আমি যেহেতু কাছ থেকে দেখার সুযোগ পেয়েছি, তাতে মনে হয়নি বিসিবি কোনো ডিসিপ্লিনড প্রতিষ্ঠান। যেটা বাইরে থেকে অনেকেই মনে করে, এর জাঁকজমক দেখে মনে করে বিসিবি হয়তো দারুণ একটা অর্গানাইজেশন। কিন্তু আমার মনে হয়, বিসিবিতে যে সুযোগ সুবিধা ছিল তার বেশিরভাগই ব্যবহৃহ হয়নি। অনেক কারণেই হয়নি। অনেকের ইচ্ছাকৃত ভুলের কারণে হয়নি। তাই আমার মনে হয় এখানে পরিবর্তন আনা দরকার।’

বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে দীর্ঘদিন ধরে রয়েছেন কোচ ও ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদীন ফাহিম। তাই বিসিবির ভিতর অনিয়ম দুর্নীতি ভেঙে নতুন সংস্কারের রূপরেখা তৈরি রাখার কথা জানান। ‘এটা (রূপরেখা) নিয়েই তো আমরা বছরের পর বছর আমরা চিন্তাভাবনা করেছি, বিশেষ করে আমি।

কোন জায়গায় কি করলে আরেকটু এগোনো যায়, কোন জায়গায় ঘাটতি আছে। আমাদের কি রিসোর্স আছে যা দিয়ে আমরা ওভারকাম করতে পারি। সামনে হয়তো এটা নিয়ে আমি আলাপও করব। কোন জায়গায় আমরা পিছিয়ে আছি, অথচ সে জায়গায় আমাদের পিছিয়ে থাকার কোন কারণ নেই।’

এছাড়া বাংলাদেশের এই ক্রিকেট বিশ্লেষক বিসিবি সুন্দর করে গড়তে এবং পরামর্শ লাগলে বসতে চান অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার সঙ্গেও। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘অবশ্যই। সেখানে যদি ইনপুট দেওয়ার সুযোগ থাকে, অবশ্যই অংশগ্রহন করব। শুধু আমার কথা নয়, যারা এসব বিষয়ে অবগত আছেন, তাদের কাছ থেকে আইডিয়া নেওয়া দরকার। তাহলে সিদ্ধান্ত নিতে সহজ হয়।’

নাজমুল আবেদীন ফাহিম আরও যোগ করে বলেন, ‘আমি যদি ফরমালি কিছু করি, আমি নিশ্চয়ই আলাপ করব। আমি চাইব কম্প্রিহেনসিভ একটা রূপরেখা নিয়ে আসতে। যেন আমরা যারা দায়িত্বে আছেন তাদের সাহায্য করতে পারি। আমি আবারো বলি, এটা আমার ব্যাপার নয়। উপদেষ্টাদের কথা বললেন, তাঁরা চায় সিস্টেমটাকে ঠিক করতে। যারা সিস্টেম ভালোভাবে চালাতে পারবে সেই ক্রিকেট বোর্ডে আসার যোগ্যতা রাখে’

বিসিবিতে সুন্দর করে নেতৃত্ব দেওয়ার অনেক মানুষ আছে বলে তিনি বলেন, ‘এটা আমার ব্যাপার নয়। সত্যিকার অর্থেই যারা ক্রিকেটে ভালো চায়, আর ক্রিকেট বাংলাদেশকে যেভাবে বিশ্বে প্রতিনিধিত্ব করে, এখানে কিন্তু ফাঁকি দেওয়ার কোন উপায় নেই। এখানে সঠিক ব্যক্তিত্বের উপস্থিতি খুবই গুরুত্বপূর্ণ। আমাদের দেশে আছে, দেশের বাইরে অনেক লোক আছে যারা যথেষ্ট অভিজ্ঞ।’