UsharAlo logo
শুক্রবার, ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিয়ের ৭ দিনের মাথায় গলায় ফাঁস দিলেন নববধূ

ঊষার আলো
জানুয়ারি ১২, ২০২২ ৩:১৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট: চুয়াডাঙ্গা পৌর এলাকায় বিয়ের এক সপ্তাহের মাথায় গলায় ফাঁস দিয়ে শ্রাবণী আক্তার লাবণী (১৯) নামে এক তরুণী আত্মহত্যা করেছেন। বুধবার (১২ জানুয়ারি) সকাল ৯টার দিকে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণ করেন।শ্রাবণী আক্তার লাবণী চুয়াডাঙ্গা পৌর এলাকার নতুন বাজার ইসহাক আলীর মেয়ে।

শ্রাবণীর ছোট চাচা মুক্ত আহমেদ বলেন, এক সপ্তাহ আগে পারিবারিকভাবে কুষ্টিয়ার হালসা গ্রামের আলিমুজ্জামানের ছেলে সোহানুজ্জামান সোহানের সঙ্গে শ্রাবণীর বিয়ে হয়। এখন জানতে পারছি শ্রাবণীর সঙ্গে কোনো এক ছেলের প্রেমের সম্পর্ক ছিল। এ কারণে বিয়ের একদিনের মাথায় সে বাবার বাড়িতে চলে আসে। এ নিয়ে বাবা-মায়ের সঙ্গে গণ্ডগোল হতে থাকে। বুধবার সকালে বাবার বাড়িতে তাকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। পরে শ্রাবণীকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সোহানা আহম্মেদ  বলেন, পরীক্ষা-নিরীক্ষার পর শ্রাবণীকে মৃত ঘোষণা করা হয়েছে। হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন বলেন, বিয়ের আগে প্রেমের সম্পর্ক ছিল মেয়েটির। এ কারণে একদিন সংসার করে বাবার বাড়িতে এসে আত্মহত্যা করেছে। কোনো অভিযোগ না থাকায় সুরতহাল প্রতিবেদন শেষে তার মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে। এ ঘটনায় সদর থাকায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।