UsharAlo logo
শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

বুদ্ধিহীন শিশুসুলভ সিদ্ধান্তে হেরেছে পাকিস্তান: আহমেদ শেহজাদ

ক্রীড়া ডেস্ক
ফেব্রুয়ারি ১৫, ২০২৫ ১১:৫০ পূর্বাহ্ণ
Link Copied!

চ্যাম্পিয়ন্স ট্রফির সেরা প্রস্তুতি সারতে ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজ খেলেছে পাকিস্তান। তবে সেই প্রস্তুতিতে ঘাটটিই ফুটে উঠেছে দলটির। ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পাকিস্তানকে ৫ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে নিউজিল্যান্ড। এমন হারের পর অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানের বুদ্ধিজ্ঞান নিয়ে প্রশ্ন তুলেছেন দেশটির সাবেক ক্রিকেটার আহমেদ শেহজাদ।

রিজওয়ানের সমালোচনা করে শেহজাদ বলেন, ‘এটি একটি বিস্ময়কর সিদ্ধান্ত ছিল (প্রথমে ব্যাট করা) কারণ আমরা আগের ম্যাচে দেখেছিলাম যে রাতে ব্যাট করার জন্য পিচ আরও ভাল হয়ে যায়। স্পিনারদের জন্য বল পৃষ্ঠে গ্রিপ করে না। তারপরও প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান দল। বুদ্ধিহীন সিদ্ধান্ত, তাদের কোনো ধারণা নেই।’

ম্যাচেও বেশ কিছু ভুল সিদ্ধান্ত নিয়েছে দল। আর ফাইনালে এমন দলের বিপক্ষে ভুল যে হারের কারণ সেটাও জানিয়েছেন শেহজাদ। বলেন, ‘ফাইনালে, আপনি শিশুসুলভ সিদ্ধান্ত নিচ্ছেন… ম্যাচে আপনি অনেক ভুল করছেন। আপনি তখনই জয়ের সুযোগ পাবেন যখন প্রতিপক্ষ সমমানের নিচে পারফর্ম করবে বা তাদের প্রধান খেলোয়াড়রা খেলবে না।’

ঊষার আলো-এসএ