বিশ্বখ্যাত ব্যান্ড কোল্ডপ্লে এখন ভারত সফরে আছে। ১৮ জানুয়ারি প্রথম কনসার্টটা হয়েছে মুম্বাইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে। তবে সেই স্টেডিয়ামে ঘটে গেছে অদ্ভুত এক ঘটনা।
বুমরাহর নাম শুনে সঙ্গীতপ্রেমী এবং ক্রিকেট ভক্তদের মিশ্রিত দর্শকগোষ্ঠী আনন্দে উল্লাসে ফেটে পড়েন। মঞ্চে যদিও বুমরাহ আসেননি, তবুও তার নাম শোনার পরই সৃষ্টি হয় এই অভাবনীয় মুহূর্তটি।
কোল্ডপ্লের ভারত সফর তাদের ‘মিউজিক অফ দ্য স্ফিয়ার্স ওয়ার্ল্ড ট্যুর’-এর অংশ। এই সফরে তারা ১৮ জানুয়ারির পর ২১ জানুয়ারি আবারও মুম্বাইতে পারফর্ম করবে। এরপর আগামী ২৫ ও ২৬ জানুয়ারি আহমেদাবাদে আরও দুটি শো করবে কোল্ডপ্লে।
কোল্ডপ্লের এই যাত্রা শুরু হয়েছে ২০২২ সাল থেকে। এরপর বিশ্বের বিভিন্ন দেশ সফর করেছে ব্যান্ডটি। ২০২৫ সালে এই ব্যান্ড ভারতে এসেছে আমিরাত থেকে। ভারত সফরের পর তারা চলতি বছর হংকং, দক্ষিণ কোরিয়া হয়ে যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডা ও ইংল্যান্ড সফর করবে এই ব্যান্ড।
ঊষার আলো-এসএ