UsharAlo logo
শুক্রবার, ৪ঠা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বুস্টার ডোজ নিলেন ঢাকার কূটনীতিকরা

ঊষার আলো
জানুয়ারি ৯, ২০২২ ১:৪৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট: করোনাভাইরাসের প্রতিরোধক টিকার বুস্টার ডোজ নিয়েছেন ঢাকায় অবস্থানরত বিদেশি কূটনীতিকরা। আজ রবিবার কূটনীতিকদের টিকার বুস্টার দেওয়ার কর্মসূচি উদ্বোধন করা হয়।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন রাজধানীর মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট হাসপাতালে বিদেশি কূটনীতিকদের টিকার বুস্টার ডোজ কর্মসূচির উদ্বোধন করেন। এদিন গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট হাসপাতালে বিদেশি কূটনীতিকদের মধ্যে ভারত, ব্রাজিল, ভ্যাটিকান সিটি, মালয়েশিয়া, ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার টিকা নেন।

সূত্র জানায়, গত বছরের ১০ ফেব্রুয়ারি থেকে ঢাকার বিদেশি কূটনীতিকদের করোনাভাইরাসের টিকা দেওয়া শুরু হয়। এর প্রায় এক বছর পর আজ রবিবার থেকে তারা বুস্টার ডোজ পাচ্ছেন।

উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর থেকে সাধারণ মানুষকে টিকার বুস্টার ডোজ দেওয়া শুরু হয়েছে। এর আগে গত ১৯ ডিসেম্বর থেকে স্বাস্থ্যকর্মীদের পরীক্ষামূলকভাবে বুস্টার ডোজ দেওয়া হয়।