UsharAlo logo
সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

বুড়িগঙ্গা দখল করা ৭৪ স্থাপনা উচ্ছেদের নির্দেশ দিলেন হাইকোর্ট

usharalodesk
মার্চ ১৮, ২০২১ ৭:১৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : বুড়িগঙ্গা নদীর আদি চ্যানেল এলাকায় (কামরাঙ্গিরচর ও হাজারীবাগ) নদীর জমি দখল করে অবৈধভাবে গড়ে ওঠা ৭৪টি স্থাপনা ৩ মাসের মধ্যে উচ্ছেদের আদেশ দিয়েছে হাইকোর্ট। ঢাকার জেলা প্রশাসক এবং বিআইডব্লিউটিএর’র চেয়ারম্যানকে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। নদীর সিএস/আরএস জরিপ অনুসারে এ উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করতে বলা হয়। এ উচ্ছেদ কার্যক্রমে সহযোগিতা করতে পুলিশের আইজি, র‌্যাব মহাপরিচালক ও ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে নির্দেশ দেওয়া হয়। এই আদেশ বাস্তবায়ন করে ২৬ জুন হাইকোর্টে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়।
বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর এবং বিচারপতি মোহাম্মদ উল্লাহ’র হাইকোর্ট বেঞ্চ বৃহষ্পতিবার(১৮মার্চ) এ আদেশ দিয়েছেন। বুড়িগঙ্গা নদী রক্ষায় পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের করা এক রিট মামলায় এ আদেশ দিয়েছেন হাইকোর্ট। রিট আবেদনকারীপক্ষে আইনজীবী ছিলেন এড. মনজিল মোরসেদ। পরিবেশ অধিদপ্তরের পক্ষে ছিলেন এড আমাতুল করিম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অরবিন্দু রায়।

(ঊষার আলো-আরএম)