ঊষার আলো ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক উপাচার্য অধ্যাপক এ এম এম সফিউল্লাহ মারা গেছেন। শনিবার (২৪ এপ্রিল) বিকেলে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
এ তথ্য নিশ্চিত করেছেন বুয়েটের ছাত্র কল্যাণ উপদেষ্টা অধ্যাপক মিজানুর রহমান। তিনি বলেন, ‘উনি সস্ত্রীক করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বেশ কিছুদিন হাসপাতালে ভর্তি ছিলেন। গতকাল উনার শারীরিক অবস্থা গুরুতর হলে ভ্যান্টিলেশন দেয়া হয়। আজকে বিকেল ৫টায় উনি মারা গেছেন।’
অধ্যাপক মিজানুর রহমান জানান, রোববার (২৫ এপ্রিল) জোহরের নামাজের পর বুয়েট ক্যাম্পাসে জানাজা শেষে পরিবারের ইচ্ছা অনুযায়ী স্থানে অধ্যাপক সফিউল্লাহকে দাফন করা হবে।
অধ্যাপক এ এম এম সফিউল্লাহ ২০০৬ সাল থেকে ২০১০ পর্যন্ত বুয়েটের উপাচার্যের দায়িত্ব পালন করেন। পরে তিনি বেসরকারি আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উপাচার্যের দায়িত্বে ছিলেন।
অধ্যাপক সফিউল্লাহর জন্ম ১৯৪৭ সালের ১৭ আগস্ট ময়মনসিংহে। পূর্ব পাকিস্তান ক্যাডেট কলেজে (বর্তমানে ফৌজদারহাট ক্যাডেট কলেজ) পড়াশোনা শেষে তিনি ১৯৬৯ ও ১৯৬৭ সালে যথাক্রমে বুয়েট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি নেন। ১৯৮১ সালে তিনি কমনওয়েলথ বৃত্তি নিয়ে স্কটল্যান্ডের ইউনিভার্সিটি অব স্ট্র্যাথক্লাইডে পিএইচডি ডিগ্রি নেন।
সফিউল্লাহ ১৯৭৩ সালে বুয়েটে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে প্রভাষক হিসাবে যোগ দিন এবং ১৯৮৪ সালে অধ্যাপক হন। তিনি বঙ্গবন্ধু সেতু ও পদ্মা সেতু নির্মাণের জন্য বাংলাদেশ সরকার কর্তৃক নিযুক্ত বিশেষজ্ঞদের প্যানেলের সদস্য ছিলেন।
(ঊষার আলো-এমএনএস)