UsharAlo logo
শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

বেনাপোলে গলায় উড়না পেঁচিয়ে আত্মঘাতী যুবক

pial
জুন ১০, ২০২২ ৬:০৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেক্স : বেনাপোলে সাজু হোসেন নামে এক যুবক গলায় উড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। শুক্রবার (১০ জুন) ভোরে উপজেলার নাভারণ দ: বুরুজ বাগান গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত সাজু হোসেন ওই গ্রামেরই আব্দুল আলিমের ছেলে।

নিহত যুবকের পরিবার সূত্রে জানা যায়, রাতে এক সময় বাড়ির পাশের বাঁশ বাগানে বাঁশের সাথে উড়না পেচিয়ে সে আত্মহত্যা করে। তবে মৃত্যুর সঠিক কারণ বলতে পারেনি নিহত সাজুর পরিবার।

এই বিষয়ে শার্শা থানার ওসি তদন্ত তরিকুল ইসলাম জানান, আত্মহত্যার খবর পেয়েই শার্শা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে। এ ঘটনায় একটি মামলা করা হয়েছে ও লাশ মর্গে পাঠানো হয়েছে। পোস্টমর্টেমের পরেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

(ঊষার আলো-এসএইস)