UsharAlo logo
মঙ্গলবার, ৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

বেনাপোলে দুর্বৃত্তের ধারালো অস্ত্রে ইউপি সদস্যের মৃত্যু

pial
জুন ২২, ২০২২ ৯:১৩ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেক্স : বেনাপোলের বালুন্ডা বাজারে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে আশানুর জামান বাবলু নামে এক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে।

মৃত ইউপি সদস্য বাবলু বেনাপোল পোর্ট থানাধীন মহিষাকুড়া গ্রামের রাহাজান আলীর ছেলে। তিনি উপজেলার ৮ নম্বর বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের সদস্য ছিলেন।

মঙ্গলবার (২১ জুন) রাত ১০টার সময় বেনাপোল পোর্ট থানাধীন বালুন্ডা বাজারে এ ঘটনাটি ঘটে। এই ঘটনায় ওই এলাকার মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তাই পরিস্থিতি স্বাভাবিক রাখতে বেনাপোল ও শার্শা থানার পুলিশ ঘটনাস্থলে মোতায়েন রয়েছে।

নিহতের স্বজনরা বলেন, রাতে বাবলু মেম্বর বালুন্ডা বাজারে বসেছিলেন। তখন কয়েকজন দুর্বৃত্ত সেখানে কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটায়। এরপর বাবলু মেম্বরের গলায় ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

(ঊষার আলো-এসএইস)