UsharAlo logo
সোমবার, ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বেনাপোলে বিদেশী মদসহ আটক ১

ঊষার আলো
জানুয়ারি ৪, ২০২২ ১০:৫০ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট : যশোরের বেনাপোল রেলস্টেশন থেকে গতকাল সন্ধ্যায় তিন বোতল বিদেশী মদসহ কুদ্দুস আলী (২৫) নামে এক যুবককে আটক করেছে বেনাপোল রেলওয়ে পুলিশ। আটক কুদ্দুস আলী বেনাপোল পোর্ট থানার বড় আঁচড়া গ্রামের কাজল আলীর ছেলে।

খুলনা রেলওয়ে পুলিশের সুপার মো: রবিউল হাসান জানান, বেনাপোল রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই সেতাফুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল রেলষ্টেশনের প্লাটফর্ম থেকে কুদ্দুস আলীকে আটক করেন।

পরে তার শরীর তল্লাশি করে বিদেশী তিন বোতল মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় খুলনা রেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।