UsharAlo logo
সোমবার, ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বেনাপোলে ভারতীয় ট্রাকে আগুন, প্রায় কোটি টাকার ক্ষতি

usharalodesk
জুন ৭, ২০২১ ৯:১২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : যশোরের বেনাপোল স্থলবন্দরে ব্লিচিং পাউডারবোঝাই ভারতীয় একটি ট্রাকে আগুন লেগে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানা যায়। সোমবার (৭ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ব্লিচিং পাউডারবোঝাই ভারতীয় ট্রাকটির নম্বর ডব্লিউ বি-২৫, ডি- ৯২৫১।
বন্দর সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার (৭ জুন) সন্ধ্যার দিকে ভারত থেকে ব্লিচিং পাউডারবোঝাই ট্রাক বেনাপোল বন্দরের আনসার ক্যাম্পের সামনে পার্কিং করা ছিলো। হঠাৎ ট্রাকটিতে আগুন ধরে যায়। খবর পেয়ে স্থানীয় লোকজন আগুন নেভাতে চেষ্টা করেন। কিন্তু নিয়ন্ত্রণে আনা যায়নি।
আগুন লাগার বেশ সময় পর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ততক্ষণে ট্রাক এবং ট্রাকে থাকা মালামাল পুড়ে যায়। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি বন্দর ও ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।
বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) আব্দুল জলিল বলেন, কীভাবে আগুন লেগেছে তদন্তের পর তা জানা যাবে। আগুন লাগার আধা ঘণ্টার মধ্যেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
এর আগে ২০১৮ সালের ২৬ জুন বন্দরের রাস্তার ওপর ঠিক একইভাবে ভারতীয় ব্লিচিং পাউডারবোঝাই ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

(ঊষার আলো-এমএনএস)