UsharAlo logo
শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বেনাপোল কাস্টমস গোয়েন্দার অভিযানে ৯ পিস স্বর্ণের বারসহ গ্রেপ্তার ১

koushikkln
নভেম্বর ৭, ২০২২ ৮:২৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : যশোরের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন থেকে ৯ পিস স্বর্ণের বারসহ এক পাসপোর্ট যাত্রীকে গ্রেপ্তার করেছে শুল্ক গোয়েন্দার সদস্যরা। সোমবার (৭ নভেম্বর) সকাল ৯টার দিকে ভারতে যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার পাসপোর্ট যাত্রী হলেন বরগুনা জেলার বামনা থানার সিংরা বুনিয়া গ্রামের আব্দুল গনি মোল্লার ছেলে মো. সিদ্দিকুর রহমান (৪৬)। উদ্ধারকৃত স্বর্ণের ওজন এক কেজি ৪৪ গ্রাম। বাজার মূল্য ৮০ লাখ টাকা।

বেনাপোল কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের সহকারী পরিচালক মো. মনিরুজ্জামান চৌধুরী বাবু জানান, বেনাপোল দিয়ে একজন পাসপোর্ট যাত্রী স্বর্ণের একটি বড় চালান অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে পাচার করবে এমন তথ্যের ভিত্তিতে বেনাপোল কাস্টমসের শুল্ক গোয়েন্দার সদস্যরা ইমিগ্রেশন এলাকায় গোপন অবস্থানে থাকে। পরে স্বর্ণ পাচারকারী পাসপোর্ট যাত্রী সিদ্দিকুর তার পাসপোর্টের সকল কার্যক্রম শেষ করে ভারতে প্রবেশের প্রাক্কালে সন্দেহজনক ভাবে তাকে আটক করা হয়। এ সময় তল্লাশি করে তার পরিহিত বেল্ট বকরমের সঙ্গে বিশেষ কায়দায় সেলাই করা অবস্থায় ৯ পিস স্বর্ণের বার পাওয়া যায়। উদ্ধারকৃত স্বর্ণের বার কাস্টমস্ হাউজ বেনাপোল শুল্ক গুদামে জমা এবং পাচারকারীকে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।