UsharAlo logo
বুধবার, ১৪ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি ও পণ্য খালাস বন্ধ

ঊষার আলো রিপোর্ট
মে ১৪, ২০২৫ ৪:০১ অপরাহ্ণ
Link Copied!

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভেঙে দুই ভাগ করে জারি করা অধ্যাদেশ বাতিলের দাবিতে আজ (বুধবার) সকাল থেকে কলম বিরতিতে রয়েছেন বেনাপোল কাস্টমস হাউসের কর্মকর্তা-কর্মচারীরা। ফলে সকাল থেকে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। বন্দর থেকেও বন্ধ রয়েছে সব ধরণের পণ্য খালাস।

বেনাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, ‘বেনাপোল কাস্টম হাউসের কর্তকর্তা-কর্মচারীদের কলম বিরতিতে বন্দরের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। দুদেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ হয়ে গেছে।’

বেনাপোল কাস্টমস হাউসের সহকারী কমিশনার মো. রাজন হোসেন বলেন, ‘আমরা কলম বিরতি শুরু করেছি। সকাল ১০ টা থেকে দুপুর ১ টা সকাল পর্যন্ত চলবে এ কলম বিরতি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে।’

গত ১২ মে রাতে এনবিআর ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) বিলুপ্ত করে ‘রাজস্ব নীতি বিভাগ’ এবং ‘রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ’ নামে নতুন দুটি বিভাগ গঠন করার অধ্যাদেশ জারি করে সরকার। পরিপ্রেক্ষিতে মঙ্গলবার এনবিআরের আওতাধীন কর অঞ্চল, ভ্যাট ও শুল্ক কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদের’ ব্যানারে কলম বিরতি কর্মসূচির ঘোষণা করেন। বুধবার থেকে শুরু হয়ে এ কর্মসূচি চলবে তিনদিন। দাবি আদায় না হলে ১৭ মে থেকে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।

ঊষার আলো-এসএ