ঊষার আলো রিপোর্ট : বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ৭টি পিস্তল ও ৫ রাউন্ড গুলিসহ বাবা-ছেলেকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।সোমবার ( ২৩ মে) সকালে সীমান্তের সাদিপুর গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।আটক বাবা-ছেলে হলেন- বেনাপোল পোর্ট থানাধীন সাদিপুর গ্রামের মানিক মন্ডলের ছেলে শাহাজামাল কালু (৫৫) ও তার ছেলে সোহেল (৩১)
৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সায়েদ মিনহাজ সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সাদিপুর গ্রামের কালুর বাড়িতে বিপুল পরিমাণ অস্ত্রের মজুদ রয়েছে। এমন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালিয়ে প্রথমে ৫টি পিস্তল ও ৫ রাউন্ড গুলি উদ্ধার এবং কালু ও তার ছেলে সোহেলকে আটক করা হয়।
তিনি আরও জানান, পরবর্তীতে জিজ্ঞাসাবাদে তারা আরও দুটি অস্ত্র আছে বলে স্বীকার করেন। এরপর তাদের দেওয়া তথ্য মতে লুকিয়ে রাখা আরও দুটি অস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় বাবা-ছেলের নামে অস্ত্র আইনে মামলা দিয়ে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হবে।
ঊষার আলো-এসএ