UsharAlo logo
শনিবার, ১লা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বেলা ১১টার মধ্যে সবাইকে প্রস্তুত থাকার নির্দেশ ওবায়দুল কাদেরের

pial
জুন ১৩, ২০২২ ৯:০৫ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেক্স : আগামী ২৫ জুন বহু আকাঙ্ক্ষিত পদ্মা সেতু উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিন সেতুর দুই পাড়ে জনসংযোগ করবেন তিনি।

এই উপলক্ষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, “আমার মনে হয়, স্মরণকালের সবচেয়ে বড় জনসভা হবে, আর যে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।”

তিনি আরাে বলেন, “আজকে এই পদ্মা সেতু যার স্বপ্ন, পদ্মা সেতু যার কমিটমেন্ট, পদ্মা সেতুর জন্য যিনি পারিবারিকভাবে অপমানিত হয়েছেন, তার সেই স্বপ্নের পদ্মা সেতু। বাঙালির সক্ষমতার পদ্মা সেতু ও অপমানের প্রতিশোধের এ পদ্মা সেতু।”

রবিবার (১২ জুন) সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাস্থল পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের এ সময় জানান, “বঙ্গবন্ধুকন্যা এপারে (মাদারীপুর) ভাষণ দেবেন এবং ওপারে (মুন্সিগঞ্জ) সুধী সমাবেশ করবেন। আপনারা সকলে ওইদিন বেলা ১১টার মধ্যে প্রস্তুত থাকবেন।”

(ঊষার আলো-এসএইস)